প্রতিরোধের মার্চ
১৯৭১ এর উত্তাল ২০ মার্চ
প্রকাশ : ২০ মার্চ ২০১৭, ১৫:৫১


এ দিন রাজধানীর সব সরকারি-বেসরকারি বাসভবন ও যানবাহনে কালো পতাকা উড়তে থাকে। বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী অসহযোগ আন্দোলনের কর্মসূচি অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খলভাবে পালিত হচ্ছে- একজন শুধু একজন নেতা তথা বঙ্গবন্ধুর নির্দেশে সমগ্র দেশ চলছে- পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা এই প্রথম।
এ দিন সকাল ১০টায় ইয়াহিয়া খানের সঙ্গে বঙ্গবন্ধুর ৪র্থ দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বমিডিয়া এবং সমগ্র বাংলা অধীর আগ্রহে অপেক্ষা করছে- আলোচনার ফলাফল জানার জন্য। আমরা অপেক্ষা করছি বঙ্গবন্ধুর ৩২ নং রোডের বাসভবনে। প্রেসিডেন্ট ভবন থেকে আলোচনা শেষে বঙ্গবন্ধু বের হয়ে ধানমন্ডির বাসভবনে ফিরে এলে সংগ্রামী জনতা ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে আকাশ-বাতাস প্রকম্পিত করে বঙ্গবন্ধুকে স্বাগত জানায়।
দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন, ‘আমাদের আলোচনা এগিয়ে চলছে, কিছুটা অগ্রগতি হয়েছে। এর চেয়ে বেশি কিছু আমার বলার নাই। সময় আসলে অবশ্যই আমি বিস্তারিত বলব।’
বঙ্গবন্ধুর ৩২ নং রোডের বাড়িতে আসা শোভাযাত্রা সহকারে আসা বিক্ষোভ মিছিলকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের মুক্তির লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পদ্ধতিতে জনগণ তাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। তাদের কাছে এই আমার আবেদন। নাশকতামূলক কাজে লিপ্ত ব্যক্তিদের দুরভিসন্ধিমূলক ও উস্কানির বিরুদ্ধে আমি হুশিয়ারি উচ্চারণ করছি।” আগত প্রতিটি মিছিলকারীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে অগ্নিঝরা বক্তব্য প্রদান করছিলেন। ২০ মার্চ ঢাকা ক্যান্টনমেন্ট-এ টিক্কা খানের সঙ্গে পাকিস্তানি সামরিক বাহিনীর গোপন বৈঠক এবং বৈঠকে বাঙালি নিধনের পরিকল্পনা ‘অপারেশন সার্চলাইট’ অনুমোদন করা হয়।
- আসিফা ধর্ষণের প্রতিবাদে অটোরিকশাচালকদের বিক্ষোভ
- রিজার্ভ ট্যাংকের পানিতে ডুবে নারীর মৃত্যু
- 'আগামী নির্বাচনে খালেদা জিয়া অংশ নিতে পারবেন না'
- অবশেষে বয়স্ক ভাতা পাচ্ছেন ১০৬ বছরের আছিয়া
- বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণচেষ্টা: ৩ জনের রিমান্ড
- বনমালী তুমি পরজনমে হইও রাধা
- ‘গ্লোবাল উইমেনস’ লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন প্রধানমন্ত্রী
- শেখ হাসিনার প্রশংসায় মুখর নরেন্দ্র মোদি
- বাঁচানো গেল না কবরস্থানে ‘জেগে’ ওঠা শিশুটিকে
- প্রতিবাদের রাজনীতি
- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ড ভারতে
- মার্কেট এলাকায় হয়রানি, প্রয়োজন শুধু সাহসী প্রতিবাদের
- ৯ দিন ধরে নিখোঁজ সঙ্গীত শিক্ষক মনিকা
- গৃহবধূকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়া্র অভিযোগ
- বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
- হালদা’র মাছ বাঁচবে তো?
- সামির বিরুদ্ধে এবার অর্থপাচারের অভিযোগ হাসিনের
- প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরবর্তী পরীক্ষা ৪ মে
- রোহিঙ্গা নির্যাতনের স্বাধীন তদন্ত চায় কমনওয়েলথ
- ভারতের বর্বর প্রথা: নববধূদের কুমারীত্বের পরীক্ষা