জাবির দর্শন বিভাগে ৩ দিনব্যাপী সেমিনার শুরু

প্রকাশ : ০৭ মে ২০১৭, ১৩:৪৪

জাগরণীয়া ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ৩ দিনব্যাপী বাংলার দর্শনের স্বরূপ ও শেকড়ের খোঁজে শীর্ষক সেমিনার শুরু হয়েছে।

৭ মে (রবিবার) সকাল দশটায় বিভাগীয় সেমিনার হলে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ সেমিনার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, দর্শন মানুষের জন্য চিন্তা করতে শেখায়। উপাচার্য আশা প্রকাশ করেন, সেমিনার মাধ্যমে মানুষের চিন্তার নতুন নতুন ধারনার উন্মেষ ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, সীমাবদ্ধা থেকে মানুষের মনে অসীমের ধারনা জাগ্রত হয়। বাঙালি সংস্কৃতি হাজারো বছরের পুরনো। শত রকমের স্রোতধারায় বাঙালি সংস্কৃতি মিশে আছে। বাঙালি সংস্কৃতি মুক্ত, মানবিক ও অকৃপন। বাঙালি সংস্কৃতি মানুষকে তার সাধ্য অনুযায়ী বসবাস করতে শেখায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক।

দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক তারেক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য সেমিনারের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. কামরুল আহসান।

সেমিনারে ভারতের সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলিপ কুমার মোহান্ত, আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক অঞ্জন সেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত