জঙ্গি রুখতে অস্ত্র হাতে আফগান নারীরা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৭, ১৯:৪৮

জাগরণীয়া ডেস্ক

তালেবান ও আইএসকে রুখে দিতে হাতে অস্ত্র তুলে নিয়েছেন আফগানিস্তান এর উত্তরাঞ্চলীয় প্রদেশ জজজানেরও বেশ কয়েকজন নারী। সোমবার আইএএনএসের খবরে এ তথ্য জানানো হয়।

এই প্রদেশের দারজাব জেলায় গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো কয়েকজন নারী এই দুই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আরও নারী তাদের সঙ্গে যোগ দিলেন। কমান্ডার পর্যায়ের নারী যোদ্ধা ৫৩ বছরের জারমিনার নেতৃত্বে নারীদের এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। দলটির সদস্যসংখ্যা বেড়ে এখন ৪৫ জনে দাঁড়িয়েছে। তালেবান জঙ্গিদের কবল থেকে দারজাব জেলাসহ প্রদেশটির কৌশলগত এলাকাকে মুক্ত রাখতে তাদের এ চেষ্টা। 

সোমবার দেশটির বার্তা সংস্থা খামা প্রেস জানায়, অস্ত্রধারী ওই নারীদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান এই জঙ্গিদের ঠেকাতে নারীদের জেগে ওঠাকে দেশটির বেশির ভাগ মানুষ স্বাগত জানিয়েছে।

এর আগে দেশটির পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবান জঙ্গিদের হাতে ছেলেকে হারিয়েছিলেন এক মা। এরপর এ হত্যার প্রতিশোধ নিতে ২০১৪ সালে ওই আফগান নারী অন্তত ২৫ তালেবান জঙ্গিকে হত্যা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত