শিশু নিয়ে দুই নারী জঙ্গির আত্মসমর্পণ
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৬, ১০:৫৪
ঢাকার দক্ষিণখানের আশকোনায় হাজিক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা অভিযান শুরুর পর আস্তানা থেকে বেরিয়ে এসে পুলিশের কাছে দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে একজন নব্য জেএমবির অন্যতম শীর্ষনেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ও অপর জঙ্গি তৃষ্ণা মূসা নামে এক জঙ্গির স্ত্রী বলে জানা গেছে।
এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত থেকে সূর্য ভিলা নামের তিনতলা ওই বাড়িটিকে ঘিরে রেখে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, দুই শিশুকে নিয়ে দুজন নারী আত্মসমর্পণ করেছেন। তাদের মাইক্রোবাসে করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, তিনতলা ওই ভবনের নিচতলায় ‘জঙ্গি আস্তানা’ রয়েছে। যারা আত্মসমর্পণ করেছে, তারা অস্ত্র জমা দিয়েছে। ভেতরে আরও ‘জঙ্গি’ রয়েছে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতা’ রয়েছে। এ ছাড়া নারীসহ একাধিক জঙ্গি রয়েছে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।
ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত যোগ দিয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি গেছে।