‘নৈঃশব্দের কারুকাজ’

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৫০

জাগরণীয়া ডেস্ক

অমর একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত হচ্ছে প্রগতিশীল সংস্কৃতি কর্মী বৃত্বা রায় দীপার প্রথম কাব্যগ্রন্থ ‘নৈঃশব্দের কারুকাজ’। বইটি প্রকাশ করছে দ্যু প্রকাশন (স্টল নং ৬৭১)। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী চারু পিন্টু।

৭ ফেব্রুয়ারি (বুধবার) বাবা প্রয়াত কমরেড প্রসাদ রায় এর ২২তম মৃ্ত্যুবার্ষিকীর দিনটিকে বইটির মোড়ক উন্মোচন এর দিন হিসেবে বেছে নেন লেখক বৃত্বা রায় দীপা। বইটি তিনি উৎসর্গও করেছেন বাবার স্মৃতির প্রতি।

বইটি সম্পর্কে লেখক বৃত্বা রায় বলেন, স্বামী প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, ছোট ভাই সাংবাদিক অঞ্জন রায় ও ছেলে ঋদ্ধ অনিন্দের অনুপ্রেরণা ও সহযোগিতায় এই প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশ করেছি। মানুষের জন্যই এই বই।

উল্লেখ্য, ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সক্রিয় নেতা বৃত্বা রায় দীপা পরপর দুবার রাকসুর মহিলা সম্পাদক নির্বাচিত হন। সাহিত্যচর্চার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মাণ করেন শিশুতোষ চলচ্চিত্র ‘রনির শালিক’। এরপর নিজের প্রযোজনা সংস্থা গাঙশালিক থেকে নির্মাণ করেন ‘স্বপ্নঘুড়ি’।

বর্তমানে কাজ করছেন শিক্ষা, প্রশিক্ষণ ও মানবাধিকার নিয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত