নারীকর্মীদের কম বেতন দেন ট্রাম্প

প্রকাশ : ২৯ জুন ২০১৬, ২০:২৯

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারকাজে অংশগ্রহণ করা নারীদের কম বেতন দেন। নিউইয়র্ক এবং কানেকটিকাটে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশগ্রহণকারী কয়েকজন নারী এই অভিযোগ করেন।

অ্যানা নামে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশগ্রহণকারী এক নারীর বরাতে দি ইনডিপেনডেন্ট জানায়, শুধু ট্রাম্পের নির্বাচনী প্রচারকাজেই নয়, অন্যান্য কাজেও তাঁর প্রতিষ্ঠানে নারীরা অবহেলার শিকার হন।

‘গ্লোব অ্যানলাইসিস’ নামে একটি জরিপ প্রতিষ্ঠানের তথ্যমতে, ট্রাম্পের প্রতিষ্ঠানে ২৮ নারীকর্মী রয়েছেন। সংস্থাটির তথ্যমতে, ট্রাম্পের প্রতিষ্ঠানের কর্মীরা গত এপ্রিল মাসে চার হাজার ৫০০ ডলার করে বেতন পান। এর মধ্যে পুরুষ কর্মীরা গড়ে ছয় হাজার ১০০ ডলার করে বেতন পান যা সংস্থার নারীকর্মীদের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

সংস্থাটি আরো জানায়, ট্রাম্পের প্রতিষ্ঠানের সেরা বেতনের ১৫ জন কর্মীর মধ্যে মাত্র দুজন নারীকর্মী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত