সন্তান হত্যার দায়ে মায়ের কারাদণ্ড

প্রকাশ : ৩০ মে ২০১৭, ১৮:৩১

জাগরণীয়া ডেস্ক

অস্ট্রেলিয়ায় তিন শিশুকে হত্যা ও চতুর্থ শিশুকে হত্যা চেষ্টার অভিযোগে ৩০ মে (মঙ্গলবার) মা একোন গুওদেকে (৩৭) কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি আদালতে তার অপরাধ স্বীকার করেন। গুওদেকে ২৬ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে নন-প্যারোলে তার অন্তত ২০ বছরের শাস্তির কথাও বলা হয়েছে। খবর বিবিসি।

আকোন গুয়োদে নামের ওই নারী দক্ষিণ সুদানে গৃহযুদ্ধের কারণে পালিয়ে অস্ট্রেলিয়ায় চলে আসেন। তিনি ২০১৫ সালে মেলবোর্নের উপকণ্ঠের একটি হ্রদে গাড়ি উল্টে ফেলে দেন। গাড়ির ভেতর চার সন্তানসহ তিনি নিজেও ছিলেন। এতে তার এক বছর বয়সী ছেলে বোল ও চার বছর বয়সী জমজ হ্যাঙ্গার ও ম্যাডিট প্রাণ হারান।

উদ্ধার কর্মীরা ডুবন্ত গাড়ি থেকে তাকে ও তার পাঁচ বছর বয়সী মেয়ে আলুয়ালকে উদ্ধার করে।

শিশুদের পিতা জোসেপ মানইয়াং বলেন, গুওদে তার শিশুদের ‘খুবই ভালোবাসতেন’ এবং ‘কখনোই ইচ্ছা করে তাদের ক্ষতি করতে পারেন না’।

যদিও প্রধান সাক্ষী পুলিশকে বলেছেন, তিনি ঘটনার দিন গুওদকে নিজ মুখে শিশুদের হত্যা করার কথা বলতে শুনেছেন।

আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানায়, গুয়োডে সোমালিয়ায় গৃহযুদ্ধের কারণে মারাত্মক মানসিক আঘাত পান।

তবে বিচারকদের একজন বলেন, গুওদে দোষী সাব্যস্ত হলেও কি কারণে তিনি এ অপরাধ করেছেন তা পরিষ্কার হওয়া যায়নি।

বিচারপতি লাসরি বলেন, "গুওদেকে খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তার মধ্যে আতঙ্কে ভোগা ও বিষন্নতার লক্ষণ রয়েছে। নিজ দেশ ছেড়ে আসার কারণে খুব সম্ভবত তিনি একাকিত্বেও ভোগেন।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত