গুয়াতেমালায় নারী ঘাতক নেত্রীকে গ্রেপ্তারে অভিযান

প্রকাশ : ১৩ মে ২০১৭, ১০:৩৪

জাগরণীয়া ডেস্ক

গুয়াতেমালার নিরাপত্তা বাহিনী ভাড়াটে নারী গুপ্তঘাতক নেত্রীকে গ্রেপ্তারে ১১ মে (বৃহস্পতিবার) দেশব্যাপী অভিযান শুরু করেছে। সে কারাগার থেকে পালানোর পর তারা এ অভিযান শুরু করে। কারাগারে সে ৯৪ বছরের সাজা ভোগ করছিল।

জাতীয় পুলিশ বাহিনীর প্রধান নেরি রামোস জানান, ৪৫ বছর বয়সী মেরিক্সা লিমুস নামের এ নারী ঘাতককে খুঁজে বের করতে দেশটির সব থানা সতর্ক করা হয়েছে। গুয়াতেমালা সিটির উত্তরের একটি সামরিক কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর এ সতর্কতা জারি করা হয়।

তিনি বলেন, এ ঘাতককে গ্রেপ্তারে ‘দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে এবং তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।’

অর্থের বিনিময়ে হত্যা ও অপহরণ করা একটি সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দেয়ার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৫ সালের মার্চ মাস থেকে তার এ দীর্ঘ সাজা শুরু হয়েছিল।

সূত্র: এএফপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত