ধর্ষণের পর ধামাচাপার অভিযোগ রোনালদোর বিরুদ্ধে
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৭, ১৮:৫৬
রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ধর্ষণের পর ৩ লাখ পাউন্ডের বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এমনই অভিযোগ এনেছে জার্মান ম্যাগাজিন ডার স্পাইগেল। তবে এমন অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন পর্তুগিজ অধিনায়ক।
ম্যাগাজিনটি জানায়, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ স্ট্রাইকার ২০০৯ সালে এমন একটি ঘটনার সঙ্গে জড়ান। পরে ধামাচাপা দেওয়ার জন্য ২০১০ সালে বিশাল অঙ্কের অর্থ দেওয়া হয়। পরে অবশ্য রোনালদোর এজেন্টের থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে তিনি বলেছেন, এটি একটি ‘মনগড়া সাংবাদিকতার অংশ’ আর এমন অভিযোগ ‘ভয়ানক ও বিরক্তিজনক’।
রিপোর্টটিতে বলা হয়, সেই নারী একটি চিঠির মাধ্যমে অভিযোগ দিয়েছিলেন। আর তখন তার বয়স ছিল ২০ বছর।
অবশ্য রোনালদো জানান, এমন মেয়েকে তিনি চেনেন না।
এজেন্টের বিবৃতিতে ওই খবরকে পুরোপুরি ভুয়া ও বানোয়াট বলে আখ্যা দেওয়া হয়। পাশাপাশি রোনালদো ম্যাগাজিনটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।