দেখা মিলল সত্যিকারের জঙ্গলকন্যার (ভিডিও)

প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৭, ১১:৩৮

জাগরণীয়া ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের এক অভায়রণ্যে এবার সত্যিকারের এক জঙ্গলকন্যার দেখা পেয়েছে স্থানীয় পুলিশ। উত্তর প্রদেশের এক অভায়রণ্য থেকে সম্প্রতি উদ্ধার করা হয় আট বছর এই মেয়েটিকে। 

একটি সর্বভারতীয় সংবাদ মাধমের খবরে বলা হয়, দুই মাস আগে উত্তর প্রদেশ পুলিশের কর্মী সুরেশ যাদব ভারত-নেপার সীমান্তের কাতারনিয়াঘাট ওয়াইল্ডলাইফ স্যাংকচুয়ারি-তে টহল দিতে গিয়ে দেখতে পান একপাল বাঁদরের সঙ্গে এই মেয়েটিও বসে রয়েছে এবং সে বাঁদরদের মতোই আচরণ করছে।

সুরেশ যাদব তাকে উদ্ধার করতে গেলে তার সঙ্গী বাঁদররা তার দিকে তেড়ে আসে। মেয়েটিও একই আচরণ করে। কোনো রকমে তাকে উদ্ধার করা হয়। দ্রুত তার নামকরণ হয়ে যায়, ‘দ্য জাঙ্গল বুক’ এর মোগলির নাম অনুসারে মোগলি-কন্যা।  

কিন্তু পুলিশ এখনও জানতে পারেনি, মেয়েটি কোথা থেকে এসেছে এবং কী করে বাঁদরের পালে গিয়ে পড়ল। কারণ মেয়েটি মানুষের ভাষায় কথা বলতেই পারে না। সে দুই পায়ে হাঁটতেও পারে না। তাকে উদ্ধার করে একটি হাসপাতালে রাখা হয়। সেখানে প্রথম দিকে সে যথেষ্ট বন্য ভাব দেখায়। কিন্তু ক্রমে তার আচরণে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন সেই হাসপাতালের চিকিৎসকরা।

সূত্র: এবেলা

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত