কাবুলে অপহৃত কোলকাতার নারী

প্রকাশ : ১০ জুন ২০১৬, ১৪:২৯

জাগরণীয়া ডেস্ক

আফগানিস্তানের কাবুল থেকে অপহৃত হয়েছেন জুডিথ ডিসুজা (৩৮) নামে এক ভারতীয় নারী। অপহৃত জুডিথ এর বাড়ি কোলকাতায়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আগা খান ফাউন্ডেশনে সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইসর হিসেবে কাজ করছিলেন তিনি। 

বৃহস্পতিবার (০৯ জুন) রাতে কাবুলের তাইমানি এলাকা থেকে জুডিথকে অপহরণ করা হয়।

সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থাটি জানিয়েছে, অফিসের ঠিক বাইরে আরও বেশ কয়েকজনের সঙ্গে তাঁকে অপহরণ করা হয়।  নিরাপত্তাকর্মীরা তাঁদের সন্ধান শুরু করেছেন। এ ব্যাপারে বরিষ্ঠ আফগান কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে কাবুলের ভারতীয় দূতাবাস। কলকাতায় জুডিথের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

ভারত সরকার জানিয়েছে, অপহৃতকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের চেষ্টা করছে তারা।

কাবুলে কেন অপহৃত হতে হল জুডিথ ডিসুজাকে? তাঁর কাজেই লুকিয়ে রয়েছে তার উত্তর। চৌদ্দ বছর ধরে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির কাজ করছেন জুডিথ। সামাজিক ও আর্থিক সাম্য, খাদ্য নিরাপত্তা এবং মানব জীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব নিয়ে প্রচার করছিলেন তিনি। এর আগে কাজ করেছেন বাংলাদেশ, নেপাল, ভূটান, ভারত, কিরগিস্তান, মরিশাস ও শ্রীলঙ্কায়। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রকল্পে প্রজেক্ট  ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। 

সূত্র: জিনিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত