ভাইস প্রেসিডেন্ট প্রার্থী খুঁজছেন হিলারি

প্রকাশ : ০৯ জুন ২০১৬, ১৮:৪০

জাগরণীয়া ডেস্ক

হিলারি ক্লিনটন প্রার্থীতা নিশ্চিত করার পর এবার পছন্দের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী খুঁজতে শুরু করেছেন। 

বুধবার (৮ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে হিলারি জানিয়েছেন, রানিং মেট হিসেবে সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে খুঁজছেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নারীরাও তার ভাবনার বাইরে নেই।  

সোমবার (৬ জুন) বার্তা সংস্থা এপি দাবি করে, এ বছর নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের হয়ে প্রার্থীতা প্রত্যাশী হিলারি ক্লিনটন তার মনোনয়ন নিশ্চিত করেছেন। জুলাইয়ের ডেমোক্র্যাটিক কনভেনশনের আগেই হিলারিকে নিশ্চিত প্রার্থী বলায় ওই দুই সংবাদ প্রতিষ্ঠান নীতিবিরুদ্ধ সাংবাদিকতার অভিযোগে অভিযুক্ত হয়। তোপের মুখে পড়ে তারা। তবে মঙ্গলবার অনুষ্ঠিত ৬টি প্রাইমারির ৪টিতেই জয় পান হিলারি। এরপর হিসেব করে দেখা যায়, বাস্তবে স্যান্ডার্সের পক্ষে আর প্রার্থিতার লড়াইয়ে টিকে থাকার কোনও রাস্তা নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বাস্তবে স্যান্ডার্সের প্রার্থী হওয়ার কোনও সম্ভাবনা আর অবশিষ্ট নেই। আর এপির দাবি, বাস্তব কারণ ছাড়াই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্যান্ডার্স। এই প্রেক্ষাপটে হিলারি নিজেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরপরই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী খোঁজা শুরু করলেন তিনি।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের প্রার্থী বাছাইয়ে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের মতো একই প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ার মতো করেই ডেলিগেটস আর সুপার ডেলিগেটসদের ভোটের মধ্য দিয়ে প্রার্থীতা চূড়ান্ত করা হয়। বাস্তবত, এটা সাংবিধানিক প্রক্রিয়া হলেও মার্কিন রাজনৈতিক সংস্কৃতিতে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থীর একটা বড় ধরনের ভূমিকা থাকে। সাধারণত প্রেসিডেন্ট প্রার্থীর মতামতের ভিত্তিতেই ডেলিগেটস আর সুপার ডেলিগেটসরা সিদ্ধান্ত নেন। সাম্প্রতিক সময়ে যোগ্য রানিং মেট বেছে নেওয়া প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত হয়। সে কারণেই প্রার্থিতা নিশ্চিত করেই সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট প্রার্থী খোঁজার কাজে মনোযোগী হয়েছেন হিলারি।

হিলারি জানিয়েছেন, এমন কাউকে তিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পেতে চান, যিনি আকস্মিকভাবে প্রেসিডেন্টের কিছু হয়ে গেলে তার জায়গায় দায়িত্ব নিয়ে যথাযথভাবে দেশ পরিচালনা করতে পারবেন। হিলারি বলেন তার কাছে, ‘এটাই যোগ্যতা বিচারের সবচেয়ে বড় মাপকাঠি’।

ঠিক কবে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করতে পারবেন, তা জানাননি হিলারি। তিনি বলেছেন, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হতে ঠিক কতো সময় লাগবে, তা এখনই জানেন না তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত