ধর্ষণের ভয়ে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৬, ২৩:৩৭

জাগরণীয়া ডেস্ক

নানান কারণেই বিশ্বে শরণার্থীদের সংখ্যা বেড়েই চলছে। শরণার্থীদের মধ্যে রয়েছেন বড় অংশ নারী। দেশ ছেড়ে পালাতে গিয়ে তারা অনেক সময় শিকার হচ্ছেন ধর্ষণের। আর এরকম সম্ভাব্য আশঙ্কার অনেক নারী শরণার্থীরা গ্রহণ করছেন জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাও।

বুধবার (৩০ নভেম্বর) নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। 

নারী অধিকার ও মানবপাচার সংক্রান্ত একটি বার্ষিক সম্মেলন ‌‌‘ট্রাস্ট ওমেন’-এ সংস্থাটির গবেষক হিরারি মারগোলিস বলেছেন, যেসব নারী ও কিশোরীরা বাড়ি ছেড়ে পালাচ্ছে তাদের মধ্যে অনেকে যৌন নির্যাতনের শিকার হওয়ার ভয়ে জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করছে। এমন পরিস্থিতির শিকার হতে পারে জেনেও তারা তাদের যাত্রা অব্যাহত রাখছে নিজ দেশের অভ্যান্তরীন অস্থিরতার জন্য।  

জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসাব অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে শরণার্থীদের সংখ্যা ছিল ৬৫.৩ মিলিয়ন যা গত পাঁচ বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। এর মধ্যে উন্নয়নশীল দেশেই রয়েছে ৮৬ শতাংশ শরণার্থী যার মধ্যে শুধু তুরস্কেই আছে ২.৭ মিলিয়নের বেশি সিরীয় শরণার্থী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত