আইএসের রাজধানী রাকায় অভিযান শুরু

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৬, ১৩:০০

জাগরণীয়া ডেস্ক

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী সিরিয়ার রাকায় অভিযান শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি ও আরব বাহিনীর ভাষ্যের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে আইএসবিরোধী এই অভিযানে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) সহায়তা করবে।

আইএস জঙ্গি-অধ্যুষিত এলাকা এড়িয়ে চলতে বেসামরিক লোকজনকে সতর্ক করেছে এসডিএফ। কুর্দি ও জাতিগত আরব মিলিশিয়াদের এই জোট শহরের উত্তরাংশে অগ্রগতি অর্জন করছে। রাকা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে আইন ইশায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আইএসবিরোধী এই অভিযানের ঘোষণা দেওয়া হয়।

এসডিএফের এক মুখপাত্র বলেন, রাকা ও এর আশপাশের এলাকা মুক্ত করতে বড় ধরনের যুদ্ধ শুরু হয়েছে।

২০১৪ সালে রাকা দখলের পর শহরটিকে আইএস তাদের খেলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত