নিউজিল্যান্ডের খামার থেকে ৫০০ গরু চুরি

প্রকাশ : ৩১ আগস্ট ২০১৬, ১৫:৪২

জাগরণীয়া ডেস্ক

নিউজিল্যান্ডের একটি গরুর খামার থেকে প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলার সমপরিমাণ মূল্যে ৫০০টি গরু চুরি হয়ে গেছে। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। তবে দেশটির ক্যান্টারবেরির খামার থেকে কখন যে গরুগুলো প্রথম চুরি যেতে শুরু করে তা এখনও স্পষ্ট নয়। খবর বিবিসির। 

পুলিশ বলছে, “এত শত শত গরু একদিনে চুরি যাওয়া অসম্ভব - কাজেই আমরা ধারণা করছি কিছুদিন ধরে কয়েক ধাপে গরুগুলো চুরি করা হয়েছে।” 

স্থানীয় মানুষ এএফপি বার্তা সংস্থাকে বলেছে, তারা এত বিপুল সংখ্যায় গরু চুরির ঘটনা আগে কখনও শোনেনি।

ওই খামার মালিকের একজন বন্ধু বলেছেন, “খামার মালিক এই চুরির ঘটনায় হতভম্ব এবং খুবই ব্রিবত।” এদিকে, এই নজিরবিহীন গরু চুরির ঘটনার পর পুলিশ সব খামার মালিকদের সতর্ক করে দিয়ে বলেছে, যেন তারা প্রতি সপ্তাহে তাদের গরুর হিসাব নেয়। একই সঙ্গে খামার মালিকরা যেন তাদের বেড়ার বাইরে অতিরিক্ত সংখ্যায় গরু চরছে কীনা সে বিষয়েও চোখ কান খোলা রাখেন। 

নিউজিল্যান্ডে গরুর সংখ্যা এক কোটি, যা সেদেশের মোট জনসংখ্যার দ্বিগুণেরও বেশি। গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ডের খামারগুলোতে পশুপালনের ক্ষেত্রে ভেড়ার থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে গরু।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত