অধিকার ও সমতার দাবিতে যুক্তরাষ্ট্রে নগ্নবক্ষ প্রতিবাদ
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৬, ১১:৪০
নারী অধিকার ও সমতার দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে নগ্নবক্ষা হয়েছেন নারীরা। শরীরের উর্ধ্বাঙ্গে কিছুই না পরে সড়কে র্যালি করেছেন, কিংবা সমুদ্র তীরে ঘুরে বেড়ালেন তারা।
আর এভাবেই গোটপলেস ডে পালন করেছেন যুক্তরাষ্ট্রের নারীরা। শুধু নারী নয় পুরুষেরাও এ নারী;রে দাবিতে সামিল হয়েছেন প্যারেডে।
প্রতিবছর নারী সমতা দিবসের কাছাকাছি রবিবারটিতে এই গোটপলেস ডে পালন করা হয়। যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার আদায়ের এই দিনটি ছিলো গত ২৬ আগস্ট। সে হিসেবে নিকটবর্তী রবিবার হিসেবে ২৮ আগস্টই পালিত হলো গো টপলেস ডে।
পরিকল্পনামাফিক যেসব ইভেন্ট হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নিউ হ্যাম্পশায়ার থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সমুদ্র তীরে নগ্নবক্ষা হয়ে ঘোরাঘুরি। আর নিউইয়র্ক সিটি, লস এঞ্জেলসে বিশেষ র্যালি। যাতে নারীবক্ষের আদলে বেলুন ফুলিয়ে তা হাতে নিয়ে হাঁটেন তারা।
যুক্তি হচ্ছে পুরুষের মতো নারীরাও প্রকাশ্যে নগ্নবক্ষা হতে পারবেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী ও রাজ্য এরই মধ্যে নারীর এই অধিকার কতটুকু আইনসিদ্ধ তা যাচাই করে দেখতে শুরু করেছে।