নেদারল্যাণ্ডে ট্রামে গুলির ঘটনায় ০৩ জনের মৃত্যু

প্রকাশ : ১৯ মার্চ ২০১৯, ১৭:১৬

জাগরণীয়া ডেস্ক

নেদারল্যান্ডেসের ইউট্রেখট নগরীতে ট্রামের ভেতরে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো নয়জন। যাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। খবর বার্তা সংস্থা রয়টার্স এর। 

খবরে বলা হয়, ট্রামের ভেতর গুলি করার পর বন্দুকধারী গাড়ি নিয়ে পালিয়ে যায়। তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। হামলার জড়িত সন্দেহে গোকম্যান তানিস নামে ৩৭ বছরের এক তুর্কিকে খুঁজছে পুলিশ। ঘটনাটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে মনে করছে স্থানীয় প্রশাসন। ইউট্রেখট নগরীতে অস্থায়ীভাবে সর্বোচ্চ সতর্কতা জরি করা হয়েছে।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার সকাল পৌনে ১১টার দিকে নেদারল্যান্ডেসের ইউট্রেখট নগরীতে অক্টোবরপ্লেইন জংশনের কাছে গুলির এ ঘটনা ঘটে। 

এ ঘটনার মাত্র তিনদিন আগে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়। ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয়  উগ্র বর্ণবাদী একাই দুই মসজিদে বন্দুক হাতে হামলা চালিয়ে এত মানুষকে হত্যা করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত