অস্ট্রেলিয়ায় দাবানলে বিস্তীর্ণ এলাকা ভস্মীভূত

প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ০৭:৩৯

জাগরণীয়া ডেস্ক

অস্ট্রেলিয়ায় প্রচন্ড গরম ও ঝড়ো আবহাওয়ায় ১৮ মার্চ (রবিবার) ভয়াবহ দাবানলে বিস্তীর্ণ এলাকার ঝোপঝাড় ও ঘাস পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং বহু গবাদী পশু মারা গেছে। স্থানীয়রা অন্যত্র চলে গেছে।

১৭ মার্চ (শনিবার) পশ্চিম ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে বেশ কয়েকটি দাবানল শুরু হয়। ১৮ মার্চ (রবিবার) বাতাসের গতি পরিবর্তন হলে পরিস্থিতির অবনতি ঘটে। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া দাবানলটি স্থানীয় সময় রবিবার রাতে উপকূলীয় শহর টাঠরাকে গ্রাস করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার মুখে স্থানীয়দের নিকটবর্তী আরেকটি শহরে সরিয়ে নেওয়া হয়েছে এবং কেউ নিখোঁজ হয়েছেন এমন কোনো খবর পাওয়া যায়নি। তবে শহরটির চার বাসিন্দা ধোঁয়ায় শ্বাস নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এবং দমকলের এক কর্মী আহত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগুনের প্রচণ্ড উত্তাপে রবিবার শহরটির তাপমাত্রা ৩৮ সেলসিয়াসে উঠে যায়, এ সময় শহরটির অধিকাংশ বাসিন্দা সাগরের তীর ধরে হেঁটে এলাকা ছেড়ে যান।

কর্তৃপক্ষ এই দুটি দাবানলকে অস্ট্রেলিয়ার চলতি গ্রীষ্মের সবচেয়ে ক্ষতিকর দাবানল হিসেবে বর্ণনা করেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত