‘জীবনের মূলমন্ত্র হলো অন্যের সেবা করা’
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৯
অন্যের সেবা করাই হওয়া উচিত জীবনের মূলমন্ত্র। তোমরা ঠিক করো, তোমরা কী করতে চাও ভবিষ্যতে-নিজের মেয়েদের উদ্দেশ্যে একথাটিই বললেন বিশ্বের অন্যতম সেরা সুন্দরী অস্কারজয়ী জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
অ্যাঞ্জেলিনা জোলির ছয় সন্তানের মধ্যে তিন মেয়ে: জহরা, শিলো ও ভিভিয়েন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এলা ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। সেখান জোলি এক প্রশ্নের জবাবে বলেন, আমি মেয়েদেরকে বলেছি, তোমরা অবশ্যই আলাদা। মেকআপ আর ফ্যাশন সবাই করতে পারে। এর বাইরে তুমি কী, তোমার সত্ত্বাকে খুঁজে নাও। এছাড়া যদি চাও অন্যের স্বাধীনতার জন্যও লড়াই করতে পারো।
অভিনয় থেকে ব্যস্ততা কমিয়ে বর্তমানে জাতিসংঘের শুভেচ্ছা দুত হয়ে বিশ্বব্যাপী মানবতার পক্ষে লড়াই করে চলছেন অ্যাঞ্জেলিনা জোলি। এ সাক্ষাতকারে তাই দেশপ্রেম, জলবায়ু পরিবর্তন প্রসঙ্গও উঠে এসেছে। তাছাড়া আসছে ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীর অধিকার আর বিশ্বব্যাপী নারীর অবস্থান বিষয়টি উঠে এসেছে সাক্ষাতকারের আলোচনায়।