২৭ ঘণ্টায় ভারতীয় বিমানের খোঁজ মেলেনি
প্রকাশ : ২৩ জুলাই ২০১৬, ১৭:০৭
২৭ ঘণ্টার তল্লাশি অভিযানেও ২৯ জন আরোহী ভারতীয় বিমান বাহিনীর নিখোঁজ পরিবহন উড়োজাহাজ এএন-৩২ কোনো খোঁজ মেলেনি। বিমানের খোঁজে বঙ্গোপসাগরের তল্লাশি চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের ১২টিরও বেশি জাহাজ।
শুক্রবার (২১ জুলাই) সারারাত তল্লাশি অভিযান অব্যাহত ছিলো। শনিবার (২২ জুলাই) তল্লাশি অভিযান তদারক করতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর চেন্নাই যাচ্ছেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টা চেন্নাইয়ের কাছে তাম্বারাম বিমান ঘাঁটি থেকে ২৯ জন আরোহী নিয়ে আন্দামানের পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে যাত্রা করেছিল উড়োজাহাজটি। সকাল ১১টা ৪৫ মিনিটে পোর্ট ব্লেয়ারে পৌঁছার কথা থাকলেও সকাল ৯টা ১২ মিনিটে এটি রাডার থেকে হারিয়ে যায়।
তখন চেন্নাই থেকে ২৮০ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরের আকাশে ছিল উড়োজাহাজটি। উড্ডয়নের প্রায় ১৬ মিনিট পর শেষ বার্তায় ‘সবকিছু স্বাভাবিক’ থাকার কথা জানিয়েছিলেন পাইলট। নিখোঁজ উড়োজাহাজের আরোহীদের মধ্যে ছয়জন ক্রু, সামরিক পরিবারের আট বেসামরিক সদস্য, বিমান বাহিনীর ১১ সদস্য, সেনাবাহিনীর দুই ও নৌবাহিনীর এক সেনা, কোস্টগার্ডের এক সদস্য ছিলেন। উড়োজাহাজটি সমুদ্র পৃষ্ঠের ২৩ হাজার ফুট উঁচু থেকে সোজা সাগরের পানিতে পড়ে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ উড়োজাহাজটিতে একটি জরুরি রেডিও ট্রান্সমিটার (বিকন লোকেটর) আছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হলে এটি চালু হয়ে যাওয়ার কথা। তল্লাশি অভিযানে যোগ দিতে ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিন রওয়ানা হয়েছে। এই সাবমেরিন পানির নিচে রেডিও সিগন্যাল শনাক্ত করতে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনী ঘটনাস্থলে পাঁচটি গোয়েন্দা উড়োজাহাজ ও অতিরিক্ত আরো ১৩টি জাহাজ পাঠিয়েছে।