"স্বামীর ধর্মপালনে বাধ্য নন স্ত্রী"
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৭, ০০:০৪
ভিন্ন ধর্মের দুই নর-নারীর বিয়ে হলে বিয়ের পর স্ত্রী কোন ধর্ম পালন করবেন-তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এক পার্সি নারীর করা মামলায় এ আদেশ দেন।
৮ ডিসেম্বর (শুক্রবার) স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, গুলরোখ এম গুপ্তা নামে এক পার্সি নারী একজন হিন্দু ধর্মাবলম্বীকে বিয়ে করায় ধর্মচ্যুত হন বলে ঘোষণা করে পার্সিদের সংগঠন ‘ভালসাদ জোরোয়াস্ট্রিয়ান ট্রাস্ট’। একই সাথে তার বাবা-মায়ের শেষকৃত্যে যোগ দিতে নিষেধাজ্ঞা জারি করে ঐ সংগঠনটি।
ট্রাস্টের ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে আবেদন করেন গুলরোখ। আবেদনটি হাইকোর্টে ট্রাস্টের পক্ষে রায় দিলে, মুম্বাই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন জানান গুলরোখ। দীর্ঘ শুনানি শেষে ওই আবেদনের রায় ঘোষণা দেন সুপ্রিম কোর্ট।