ইংলাকের সব পাসপোর্ট বাতিল

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৭, ২২:৫৬

জাগরণীয়া ডেস্ক

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সব পাসপোর্ট (দুটি ব্যক্তিগত ও দুটি কূটনীতিক) বাতিল করা হয়েছে। ৩১ অক্টোবর (মঙ্গলবার) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমোদউইনি জানিয়েছেন, ‘এখন থেকে ইংলাকের সব পাসপোর্ট বাতিল বলে গণ্য হবে। তিনি কোথায় আমরা জানি না। শুধু আমাদের কাছে এটুকু খবর আছে যে তিনি যুক্তরাজ্যে আছেন, তবে কোন শহরে তা জানি না।’ 

থাইল্যান্ডের ডেপুটি পুলিশপ্রধান শ্রিভারা রানসিব্রাহমনকুল বলেন, ‘ইংলাককে দেশে ফেরত আনার স্বার্থে তিনি কোথায় অবস্থান করছেন, তা জানতে কাজ করছে কর্তৃপক্ষ। কিন্তু কোনো দেশই এ বিষয়ে জবাব দেয়নি।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ইংলাক স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত