নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৩
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৭, ২১:৫৮
জাগরণীয়া ডেস্ক
নাইজেরিয়ার মাইদুগুরি শহরে আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হর্য়েছেন আরও পাঁচজন। ২৩ অক্টোবর (সোমবার) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ২২ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় শহরের মুনা গারাজ এলাকায় এই হামলা চালানো হয়। পুলিশ কমিশনার ডেমিয়েন চুকু বলেন, বিগত এক মাসের সহিংসতায় এটাই সবচেয়ে ভয়াবহ হামলা।
চুকু বলেন, একইদিনে পৃথক এক আত্মঘাতী হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন।
দেশটিতে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সঙ্গে নয়মাস ধরে যুদ্ধ করছে সরকারি বাহিনী। ওই অঞ্চলে ২০ লাখ মানুষ বাস করে। বাকিরা সবাই পালিয়ে গেছেন। বোকো হারামের সঙ্গে সহিংসতায় এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।