টানা ২৪ ঘণ্টা মোবাইলে গেম খেলে অন্ধ তরুণী
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৭, ১৮:০৭
জাগরণীয়া ডেস্ক
গেম খেলার আসক্তি বরাবরই ছিল। নতুন ফোন কেনার পর তা অত্যাধিক বেড়ে যায়। এমন পরিস্থিতি হয় যে, টানা ২৪ ঘণ্টা নতুন স্মার্টফোনে গেম খেলেছিলেন। আর এর জেরেই দৃষ্টিশক্তি হারালেন চীনের এক তরুণী।
১০ অক্টোবর (মঙ্গলবার) ঘটনাটি প্রকাশ পায় দক্ষিণ চিনের সংবাদমাধ্যমে। চোখে সমস্যা হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। সেখানে চিকিৎসকরা জানান, একটানা গেম খেলার কারণেই চোখের ক্ষতি হয়েছে তার। কার্যত দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি।
ওই তরুণীর পরিবারের লোকজন জানান, ‘অনর অফ কিংস’ নামে একটি গেম খেলতেন ওই তরুণী। কিন্তু এক পর্যায়ে সেটি তার আসক্তিতে পরিণত হয়।