জাতিসংঘে ‘ভুয়া ছবি’ দেখিয়ে সমালোচনার মুখে পাকিস্তানি দূত
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৭, ২৩:৪৩
ক্ষত-বিক্ষত এক ১৭ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরীর ছবিকে কাশ্মিরের ছবি হিসেবে দেখিয়ে বিপাকে পড়েছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি।
বিবিসি এক প্রতিবেদনে বলে, কাশ্মিরে ‘ভারতের নৃশংসতা’র প্রমাণ হিসেবে ক্ষত-বিক্ষত এক কিশোরীর ছবি দেখিয়ে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান লোধি। লোধি দাবি করেন, ওই কিশোরী কাশ্মিরে ভারতীয় বাহিনীর এয়ার গানের গুলিতে আহত হয়।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়, ছবিটি আসলে ফিলিস্তিনের গাজায় ২০১৪ সালে স্বনামধন্য আলোকচিত্রশিল্পী হেইডি লেভিনের তোলা। ইসরাইলের হামলায় শার্পনেলের আঘাতে আহত হয়েছিল ওই কিশোরী।
২ অক্টোবর (সোমবার) জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভারতীয় কূটনীতিক পাওলোমি ত্রিপাঠি অভিযোগ করেন, "সম্পূর্ণ বানোয়াট একটি কাহিনীকে বিশ্বাসযোগ্য করতে ভুয়া ছবি ব্যবহার করছে পাকিস্তান"।
অধিবেশনের শেষ দিকে পাকিস্তানি কূটনীতিক টিপু উসমান বলেন, "সমালোচনার মুখোমুখি না হয়ে ভারত একটা ছবির পেছনে লুকাতে চাচ্ছে"।
তবে ওই ছবিটি যে কাশ্মিরের নয় সে বিষয়ে লোধি বা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ওই ছবি কাশ্মিরের নয় এমন খবর বের হওয়ার পর এ নিয়ে ভারতের নাগরিকরা লোধি ও পাকিস্তানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস ও ঠাট্টা করে যাচ্ছেন। এর আগে ভারতও বিভিন্ন বিষয়ে ভুয়া ছবি ব্যবহার করে সমালোচনার মুখে পড়লেও কাশ্মিরের বিতর্কিত বিষয় নিয়ে এই কাজ করায় বড় ধরণের হাসির খোরাক হয়েছেন লোধি। এমনকি ‘দেশের মাথা হেঁট হয়েছে’ বলে পাকিস্তানিরাও ক্ষেপে গিয়ে কূটনীতিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।
পাকিস্তানের দৈনিক দ্য ন্যাশন এটাকে ‘বিব্রতকর অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। তবে কোনো কোনো পাকিস্তানি দেশের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াই করার সুযোগ নিতে ছাড়ছেন না।
তাদের ভাষ্য, এয়ার গান (প্যালেট গান) নিয়ে কথা বলতে ভারতকে বাধ্য করেছেন লোধি। ভারতীয়রা এখন এয়ার গানের আঘাতে প্রকৃত আহতদের নিয়ে কথা বলছে।