ভারতের নতুন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৬

জাগরণীয়া ডেস্ক

ভারতের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিলেন নির্মলা সীতারমন। দ্বিতীয় নারী হিসেবে প্রতিরক্ষামন্ত্রক সামলাবেন তিনি। ৩ সেপ্টেম্বর (রবিবার) তাকে পূর্ণ মন্ত্রীর শপথ পড়ান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এর আগে ভারতের প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ইন্দিরা গান্ধী।

৫৮ বছর বয়সী নির্মলা সীতারমন ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রতিরক্ষামন্ত্রী। মনোহর পর্রীকর গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রকের অতিরিক্ত সামলাচ্ছিলেন অরুণ জেটলি। কিন্তু অর্থ ও প্রতিরক্ষার মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলানো বেশ কঠিন। মন্ত্রিসভার রদবদলে নির্মলা সীতারমনকে প্রতিরক্ষার দায়িত্ব দিলেন নরেন্দ্র মোদী। অর্থ, বিদেশ, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র-চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দুটি মন্ত্রক এখন থেকে সামালাবেন নারীরা। বিদেশ মন্ত্রক সুষমা স্বরাজের হাতে।

ওদিকে, সুরেশ প্রভুকে রেল থেকে পাঠানো হল বাণিজ্য মন্ত্রকে। রেলমন্ত্রী হলেন পী‌যূষ গোয়েল। ‌যিনি নরেন্দ্র মোদীর আস্থাভাজন হিসেবে পরিচিত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত