‘অসুস্থ’ ইংলাক, পিছিয়ে গেলো রায় ঘোষণার দিন

প্রকাশ : ২৫ আগস্ট ২০১৭, ১২:০৭

জাগরণীয়া ডেস্ক

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বিরুদ্ধে চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলার মামলার রায় ২৫ আগস্ট (শুক্রবার)  ঘোষণার কথা থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি তিনি। 

এ কারণে দেশটির মুখ্য বিচারপতি চিপ চুলামন আগামী ২৭ সেপ্টেম্বর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছেন।

আদালত জানিয়েছেন, ইংলাক আদালতকে বলেছেন, তিনি কানের সমস্যায় ভুগছেন। তাই আদালতে উপস্থিত হতে পারবেন না। এর পরিপ্রেক্ষিতে আদালত রায়ের নতুন দিন ধার্য করে বলেছেন, মামলার রায় শুনতে ব্যর্থ হলে আদালত ইংলাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর আইনজীবী আদালতকে বলেন, তার মক্কেল অসুস্থ। পরে রায়ের জন্য নতুন তারিখ ঘোষণা করা হয়।   

এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের বিচারক বলেন, ‘আমরা মনে করি না বিবাদী অসুস্থ। আমরা মনে করি, বিবাদী মিথ্যা বলছেন বা পালিয়েছেন।’ 

এএফপি’র খবরে বলা হয়, এ মামলায় ইংলাক দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ১০ বছরের কারা ভোগ করতে হতে পারে। এছাড়া সামরিক সরকার প্রণীত নতুন খসড়া সংবিধানের আওতায় তিনি আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন। 

ব্যাংকক মহানগর পুলিশ জানায়, ইংলাকের মামলার রায়ের দিন আদালত চত্বরে চার হাজারের বেশী পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়। এদিন সেখানে যে কোন ধরনের গণ সমাবেশের ব্যাপারে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ইংলাক স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।

চালে ভর্তুকির কর্মসূচিটি ছিল ইংলাক প্রশাসনের প্রধান একটি নীতি। ওই কর্মসূচিতে কৃষকদের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে ৫০ শতাংশ বেশি মূল্যে ধান কেনা হয়। এই কর্মসূচিটি কৃষকদের কাছে জনপ্রিয় ছিল। এই কর্মসূচির কারণে দেশটিতে চালের বিশাল মজুত সৃষ্টি হয় এবং লোকসান হয় ৮০০ কোটি ডলার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত