হংকংয়ে টাইফুন হাতোর আঘাত
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৭, ১৫:৫৭
দশ মাত্রার প্রলয়ঙ্করী টাইফুন হাতোর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে হংকংয়ের জীবনযাত্রা। টাইফুন চালাকালীর পার্ল নদীর মোহনায় তিনজনের মৃত্যু হয়। এছাড়া অন্তত ৩৪ জন আহত হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।
২৩ আগস্ট (বুধবার) এই ঘূর্ণিঝড়ে হংকং শহর ও ম্যাকাওয়ের মাঝে বয়ে যায়। সকালে হাতো আঘাত হানার আগেই বাণিজ্য নগরী হংকংয়ের শুরু হয় প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টি হয়। বাতাসের তোড়ে অনেক গাছ সমূলে উপড়ে যায়।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগের রাতেই সাড়ে চারশর বেশি ফ্লাইট বাতিল করা হয়। স্থানীয় সব স্কুলে ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ঘূর্ণিঝড় আঘাত হানার আগে এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। ২০১২ সালের পর হংকংয়ে এটিই সর্বোচ্চ মাত্রার প্রথম টাইফুন।
টাইফুন হাতো আঘাত হানার আগে বাতাসের বেগ বাড়তে থাকার পাশাপাশি ভারি বৃষ্টিপাত শুরু হলে রাস্তাঘাট জনশূন্য হয়ে যায়।
এদিকে হংকংয়ের ভিক্টোরিয়া হার্বারে প্রবল বেগে পানি আছড়ে পড়তে দেখা গেছে জানিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জলোচ্ছ্বাসে অনেক নিচু এলাকা প্লাবিতও হয়েছে।