ঢাকায় আসছেন নিশা দেশাই

প্রকাশ : ০৯ জুলাই ২০১৬, ১৩:০৩

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আগামী সপ্তাহেই ঢাকায় আসছেন। তার কূটনৈতিক সূত্রে জানা গেছে, গুলশান হামলার প্রেক্ষাপটে আবারও ঢাকা আসছেন তিনি।

সর্বশেষ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পরে গত মে মাসে ঢাকায় এসেছিলেন তিনি। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন নিশা দেশাই। বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন তিনি।

বাংলাদেশের চাঞ্চল্যকর কোন বিষয় বা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে তৎপর হতে দেখা গেছে নিশা দেশাইকে। এজন্য বিভিন্ন ইস্যুতে নিয়মিত সফরও করেছেন ঢাকায়। তবে তাঁর এবারের সফরের প্রেক্ষিত একেবারেই ভিন্ন।

সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দেশি ও বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। এছাড়া জিম্মিদের উদ্ধারে গিয়ে জঙ্গিদের হামলায় নিহত হন ২ পুলিশ সদস্য। এ ঘটনার রেশ না কাটতেই ঈদের দেশের সবচেয়ে বড় ঈদের জামায়াতের স্থান শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলা হয়। ওই হামলাতেও নিহত হন ২ পুলিশ সদস্যসহ ১ গৃহবধূ নারী।

বিশেষত গুলশানের হামলা বাংলাদেশকে বিশ্বে পরিচয় করিয়ে দেয় আলাদাভাবে। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উঠে আসে কূটনীতিকদের মাঝে। এ হামলার পরে জাপান, ইতালি, ভারতসহ বিশ্বের অনেক দেশই বাংলাদেশকে সন্ত্রাস মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে। বাদ যায়নি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত।

বাংলাদেশের এই সংকট মূহুর্তে নিশা দেশাইর ঢাকা সফর নিয়ে সরকার ও রাজনৈতিক মহলে মিশ্র আলোচনার জন্ম দিয়েছে।

যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের ঢাকার নিরাপত্তা নিয়ে তাদের আশ্বস্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী সকল রাষ্ট্রদূতদের নিয়ে বিশেষ বৈঠকও করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত