রাশিয়ার থেকে ভারত যুদ্ধ হেলিকপ্টার কিনছে

প্রকাশ : ৩০ জুলাই ২০১৭, ১৯:৫৫

জাগরণীয়া ডেস্ক

রাশিয়া-ভারতের মধ্যে বেশ কয়েকবার অস্ত্রের লেনদেন হয়েছে। এছাড়া বিগত কয়েক দশক ধরে আমেরিকা এবং অন্যান্য দেশ থেকেও ভারত অস্ত্র আমদানি করেছে নিজের সামরিক শক্তিকে আরও উন্নত করতে। 

জানাগেছে, এবার রাশিয়া এবং ভারত 48-এম আই-17 যুদ্ধ হেলিকপ্টারের সাপ্লাই নিয়ে আলোচনা করছে । মনে করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে এই চুক্তি বাস্তবায়িত হবে।

সূত্রের খবর, রাশিয়ার পক্ষ থেকে জানা গেছে, বছরের শেষের দিকেই এ নিয়ে গৃহীত সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে। গেল বছর রাশিয়া ভারতকে এমআই-১৭৪বি-৫ সৈন্য মালবাহী হেলিকপ্টার দিয়েছিল। তবে এবার এই 48-এম আই-17 হেলিকপ্টার কবে আসবে ভারতের হাতে তা জানা যাবে খুব শিগগিরই।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত