মন্ত্রিসভায় দায়িত্বে বাড়লো টিউলিপের
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৪:১০
ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকের ইতিবাচক ইমেজের সাথে সাথে বাড়ছে কাজের ক্ষেত্র।
রোববার (৯ অক্টোবর) হাউজ অব কমোন্স এ জেরেমি করবিনের ছায়া মন্ত্রিসভায় আরো বড় দায়িত্ব পেলেন হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এই এমপি, ছায়া শিক্ষামন্ত্রী এঞ্জেলা রেইনার অধীনে আরও তিনজনের সঙ্গে দায়িত্ব পালন করবেন টিউলিপ; ‘শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন’ হিসেবে কাজ করবেন শিশু কল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, “এঞ্জেলা রেইনার নেতৃত্বাধীন চমৎকার একটি দলের সঙ্গে যোগদান করছি; সামনের সারি থেকে সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করার সুযোগ পাব বলে আমি আনন্দিত।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্য পার্লামেন্টের নারী ও সমতা বিষয়ক সিলেক্ট কমিটিরও সদস্য। গতবছর মে মাসে পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার আগে তিনি রিজেন্ট পার্ক এলাকার কাউন্সিলর ছিলেন।