জর্ডানের বাদশাহর কাছে পরিচয়পত্র পেশ করেছেন নাহিদা সোবহান

প্রকাশ : ০৩ মার্চ ২০২০, ২২:৪৩

জাগরণীয়া ডেস্ক

জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ আল হোসাইনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। 

০১ মার্চ (রবিবার) বাদশার দফতরে তিনি পরিচয়পত্র পেশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহান মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়।

নাহিদা সোবহান বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার। তিনি রোম, জেনেভা ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত