ফের মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট হলেন ব্যারিস্টার নিহাদ

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৪

জাগরণীয়া ডেস্ক

মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) এর সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হলেন ব্যারিস্টার নিহাদ কবির।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নতুন কমিটির প্রথম সভায় চেম্বার কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার নিহাদ কবিরকে সভাপতি পদে পুনঃনির্বাচিত করা হয়।

২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) এমসিসিআইয়ের ১১৩তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি হিসেবে আগামী এক বছরের জন্য মনোনীত হলেন ব্যারিস্টার নিহাদ কবির। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস এর সিনিয়র পার্টনার। সেই সাথে তিনি কেদারপুর টি কোম্পানি লিমিটেডের পরিচালক ও শেয়ারহোল্ডার এবং দৈনিক সংবাদের প্রকাশক ও শেয়ারহোল্ডার।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত