সৈয়দপুরে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের মেলা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৭
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি নামের একটি সংগঠনের উদ্যোগে সৈয়দপুরে শুরু হয়েছে মাসব্যাপী নারী উদ্যোক্তা ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা।
১৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে সৈয়দপুর রেলওয়ে মাঠে ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিনি।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক জেসমিন বেগম জানান, মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন। এছাড়াও মেলায় নারী উদ্যোক্তাদের জন্য ৮টি বিশেষ স্টল এবং শিশুদের বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।
মেলায় মোট ৪০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলো প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি রাবেয়া আলীম। এসময় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক মোছা. জেসমিন বেগম।