প্রাথমিকে ৭৩৬ জন সহকারী শিক্ষকের পদোন্নতি

প্রকাশ : ০৭ জুন ২০১৮, ২১:৫৪

জাগরণীয়া ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭৩৬ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদ দেয়া হয়েছে। এ তালিকায় সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও জয়পুরহাটের বিভিন্ন স্কুলে কর্মরত জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা রয়েছেন। 

৬ জুন (বুধবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

খবরের সত্যতা নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও জয়পুরহাটের মোট ৭৩৬ জন তালিকভুক্ত শিক্ষকদের চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হয়েছে। 

৬ জুন (বুধবার) এ সংক্রান্ত আলাদাভবে চারটি আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন ফরিদপুরের ৯টি উপজেলার ২৪০ জন,সাতক্ষীরা জেলার ৭টি উপজেলায় ২৮৫ জন, জয়পুরহাটের ৫টি উপজেলার ১১২ জন এবং চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলার ৯৯ জন জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক শূন্যপদে বসানো হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত