কলেজ শিক্ষক নিয়োগে আসছে বিশেষ বিসিএস
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৮, ২৩:২৭
সরকারি কলেজের শিক্ষক সঙ্কট নিরসনে বিশেষ বিসিএস পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১ এপ্রিল (রবিবার) মন্ত্রণালয়ে এক সভায় শিক্ষা ক্যাডারে এই নিয়োগ দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, দেশে শিক্ষা কার্যক্রমে সরকার নানা পদক্ষেপ নিলেও শিক্ষক স্বল্পতার কারণে এসব উদ্যোগ আলোর মুখ দেখছে না। সাধারণ বিসিএস নিয়োগের মাধ্যমে এই সঙ্কট দূর করা সম্ভব হচ্ছে না।
এ কারণে স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগের মত শিক্ষা ক্যাডারে বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মাসেই এ চাহিদাপত্র শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হবে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা যায়, দেশের ২১৫টি সরকারি কলেজে শিক্ষক সঙ্কট সবচেয়ে বেশি। প্রায় চার হাজার শিক্ষকের পদ খালি রয়েছে এসব প্রতিষ্ঠানে। যার মধ্যে ২ হাজার প্রভাষকের পদ শূণ্য রয়েছে।