প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১৭:৪৫
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2016/11/17/image-4126.jpg)
বুধবার (১৬ নভেম্বর) ফেনী পৌরসভার মধুপুর গ্রাম থেকে এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফরিদা আক্তার লিপি (৩২) ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের মো. এয়াকুব মিয়ার মেয়ে ও মধুপুর গ্রামের সৌদি প্রবাসী মুছা মিয়া মিন্টুর স্ত্রী। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বুধবার আত্মহত্যার খবর পেয়ে মধুপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে তাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ করেন তার ভাই।
তিনি আরও জানান, পুলিশ মাটিতে শোয়ানো অবস্থায় পায় লাশটি।
প্রায় ১৪ বছর আগে লিপির বিয়ে হয় জানিয়ে তার ভাই কবির আহম্মদ রিপন অভিযোগ করেন, 'বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন প্রায় মারধর করত লিপিকে। বুধবারও মরধর করে তাকে। একপর্যায়ে লিপির মৃত্যু হলে সেটাকে আত্মহত্যা বলে প্রচার করে তার শশুরবাড়ির লোকজন।'
পরিদর্শক শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন লিপির ভাই কবির আহম্মদ। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।