আবুধাবিতে মহিলা সমিতির বাংলা নববর্ষ উদযাপন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৯, ১৮:০৭
জাগরণীয়া ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মহিলা সমিতির আবুধাবি শাখা বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন করেছে।
স্থানীয় সময় ২৬ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ আবুধাবি অডিটোরিয়ামে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল আলোচনা পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব। সেই সাথে দেশীয় ঐতিহ্যের জামদানী শাড়ী আর বাঙালিয়ানার জমকালো সাজে ফ্যাশন শো-এর আয়োজন মন কাড়ে সকলের।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং রাষ্ট্রদূতপত্নী ও মহিলা সমিতি আবুধাবির সভাপতি জাকিয়া হাসানাত ইমরান এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।