পুনর্নির্বাচিত হলেন নিউজার্সির কাউন্সিলর তাহসিনা
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৭, ১৭:০২
বাংলাদেশি তাহসিনা আহমেদ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হেলডন নগর থেকে স্থানীয় সরকারের কাউন্সিলর পুনরায় নির্বাচিত হয়েছেন।
গত ৭ নভেম্বর (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মধ্যবর্তী এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তিনি দ্বিতীয় দফায় জয়ী হন।
বাংলাদেশি বংশোদ্ভূত তাহসিনা আহমেদ হেলডন নগর থেকে ২০১৪ সালে স্থানীয় সরকারের কাউন্সিলর হিসেবে প্রথম দফায় নির্বাচিত হয়েছিলেন। মেয়াদ শেষে ৯ নভেম্বর (বৃহস্পতিবার) নির্বাচনে দ্বিতীয় দফায় দায়িত্ব পেলেন তিনি।
তাহসিনার বাবার নাম আমিন আহমেদ। তার পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে।
প্রতিক্রিয়ায় তাহসিনা আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের মূলধারায় আরও বেশি সম্পৃক্ত হয়ে তিনি জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। তিনি তার অগ্রযাত্রার জন্য পরিবার ও স্বজনদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাহসিনা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আশাও ব্যক্ত করেন।