'ওপেন একসেস বাংলাদেশ' এর সদস্য সচিব হলেন শুভ্রা কর

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৫

জাগরণীয়া ডেস্ক

গত ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ও গবেষণাকর্ম সহজে ও বিনামূল্যে সকলের জন্য উন্মুক্ত করে দেয়ার বিশ্বব্যাপী আন্দোলন ওপেন একসেস এর বাংলাদেশের প্লাটফর্ম, ‘ওপেন একসেস বাংলাদেশ’। বুখারেস্ট ঘোষণা অনুযায়ী যাত্রা শুরু করা এই অনলাইন প্লাটফর্মের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন গ্রন্থাগারিক কনক মনিরুল ইসলাম। আর সদস্য সচিব নির্বাচিত হয়েছেন জাগরণীয়া সম্পাদক, প্রকৌশলী শুভ্রা রাণী কর।

এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. সুস্মিতা দাস।

প্রাথমিকভাবে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 

এই কমিটি সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তথ্য ও গবেষণাকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।

এই ব্যাপারে কনক মনিরুল ইসলাম বলেন, "ওপেন একসেস বাংলাদেশ দেশে ও বিদেশে গবেষকদের মধ্যে যেমন জ্ঞানভিত্তিক যোগাযোগ তৈরি করবে তেমনি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি"।

শুভ্রা কর বলেন, "বর্তমান সময় তথ্য আদান প্রদানের মাধ্যমে সমৃদ্ধ হয়ে একসাথে এগিয়ে যাবার সময়। তাই উন্নয়ন ও প্রগতির সমন্বয় সাধনে তথ্য ও গবেষণাকে সাধারণের জন্য উন্মুক্ত রাখার কোন বিকল্প নেই"।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত