মেয়রের প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কৃত ৭ শিক্ষার্থী

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৫

জাগরণীয়া ডেস্ক

বঙ্গবন্ধু বিষয়ে প্রশ্নের উত্তর দিয়ে রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী পুরস্কৃত হয়েছেন। এরা হলেন- বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ঈশিতা চৌধুরী, সপ্তম শ্রেণির আনিকা মুস্তারিন, নূরে আফসানা ও নবম শ্রেণির ছাত্রী আতিয়া সুলতানা, সিরাজুম মুনিরা, এম জেড মম, সাদিয়া হক। পুরস্কার হিসেবে তাদের নগদ অর্থ দেয়া হয়।

গত ১৩ অক্টোবর (শনিবার) রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বক্তব্য দিতে মঞ্চে উঠে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন- ‘বঙ্গবন্ধু কোন দিন কোথায় দাঁড়িয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন? সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার আছে।’

দর্শকসারি থেকে দৌড়ে মঞ্চে উঠে এলো তিন শিক্ষার্থী, প্রথমজনই দিলো সঠিক উত্তর। মেয়র আরও দুটি প্রশ্ন করলেন। একটি ছিল ‘শুদ্ধ করে জাতীয় চার নেতার নাম বলতে হবে’, শেষ প্রশ্ন ছিল ‘১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ যারা শাহাদতবরণ করেন, তাদের মধ্যে বঙ্গবন্ধুর স্ত্রীসহ চারজনের নাম বলতে হবে।’ সব মিলিয়ে ৭ জন শিক্ষার্থী ঐ ৩টি প্রশ্নের সঠিক উত্তর দেন।

জেলা প্রশাসক এস এম আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আমিনুল ইসলাম।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত