মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন ঐশী
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৮, ০৯:৫১
অবশেষে সেরা সুন্দরী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ এর মুকুট পড়লেন জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রথম রানার আপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া ও দ্বিতীয় রানার আপ হয়েছেন নাজিবা বুশরা।
৩০ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) রাজদর্শন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
সেরা সুন্দরীর মুকুট পরে উচ্ছ্বসিত পিরোজপুরের মেয়ে ঐশী বলেন, ভীষণ ভালো লাগছে। সবার প্রতি কৃতজ্ঞতা।
মূল আয়োজনে বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করবেন- প্রশ্নে তিনি বলেন, দেশের সংস্কৃতিকে মনে ধারণ করি। আমি দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি। এতদিন আমি নিজের হয়ে লড়ছিলাম। এখন দেশের জন্য লড়ছি। এটা অনেক বড় দায়িত্ব আমার জন্য। সবার কাছে দোয়া চাইছি।
১৮ বছর বয়সী ঐশী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। তার বাবা একজন সমাজকর্মী, মা শিক্ষিকা। দুই বোনের মধ্যে তিনি ছোট।
আসছে ডিসেম্বরে চীনে অনুষ্ঠেয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঐশী।
চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ ১০ প্রতিযোগী ছিলেন। তারা হলেন- নিশাত নাওয়ার সালওয়া, মনজিরা বাশার, ইশরাত জাহান সাবরিন, স্মিতা টুম্পা বাড়ৈ, আফরিন সুলতানা লাবণী, সুমনা নাথ অনন্যা, নাজিবা বুশরা, জান্নাতুল মাওয়া, শিরীন শিলা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী।