ইসরাত জাহান ‘সিটি শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’
প্রকাশ : ২২ মে ২০১৬, ২১:০০
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্তরাষ্ট্রভিত্তিক সিটিব্যাংক এনএ’র অঙ্গ প্রতিষ্ঠান সিটি ফাউন্ডেশন পাঁচ ক্যাটাগরিতে ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার দিয়েছে।
এবার ‘শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ হিসেবে মেহেরপুরের ইসরাত জাহান পেয়েছেন সাড়ে চার লাখ টাকা। এ বিভাগের রানারআপ ঢাকার খিলগাঁওয়ের হাসিনা ইসলাম পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ টাকা।
‘শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা’ চাঁদপুরের সোহেল মিয়াজি পুরস্কারের অর্থ বাবদ সাড়ে তিন লাখ টাকা পেয়েছেন। এ বিভাগে রানারআপ নাটোরের আলাইপুরের মো. সেলিম রেজা এক লাখ টাকা পেয়েছেন।
‘শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা’ ক্যাটাগরিতে সেরা ঠাকুরগাঁওয়ের বিশ্বাসপুরের অফিনা বেগম জিতেছেন সাড়ে তিন লাখ টাকা। রানারআপ ফরিদপুরের গোয়ালচামটের রিনা বেগম পেয়েছেন এক লাখ টাকা।
‘শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা’ ক্যাটাগরিতে জিতেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। এ প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা দেওয়া হয়।
আর ‘শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান’ হিসেবে ‘ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) পেয়েছে তিন লাখ টাকা।
পুরস্কার বিতরণের একাদশ আসরে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত কান্ট্রি অফিসার মইনুল হক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।