যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দিতে হবে সোশ্যাল মিডিয়ার তথ্য
প্রকাশ : ০২ জুন ২০১৯, ১২:৩৫
এখন থেকে তাদের সোশাল মিডিয়ার কর্মকাণ্ডের তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে হবে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।
দেশটির পররাষ্ট্র দপ্তরের নতুন নিয়মের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যারা যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে বা বেড়াতে যেতে চান, তাদের সোশাল মিডিয়ার তথ্য দিতে হবে। এক্ষেত্রে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে ব্যবহৃত অ্যাকাউন্টের তথ্য এবং গত পাঁচ বছর ধরে ব্যবহার করছেন এমন ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরও জমা দিতে হবে। তবে কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ভিসার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ হিসেব করে দেখেছিল, আবেদনকারীদের উপর এমন শর্ত আরোপ করার ফলে বছরে এক কোটি ৪৭ লাখ মানুষের ওপর এর প্রভাব পড়বে।
উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে ভিসা আবেদনের সঙ্গে সোশাল মিডিয়ার তথ্য দেওয়ার এই নতুন নিয়ম প্রস্তাব করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।