ঈদে হতে পারে ৯ দিনের লম্বা ছুটি

প্রকাশ : ০৭ মে ২০১৯, ২০:৫৮

জাগরণীয়া ডেস্ক

এক দিন কর্মদিবসের ছুটি পেলেই এবার পবিত্র ঈদ উল ফিতরের ছুটির তালিকা ৯ দিনে গড়াবে।

ঈদ উল ফিতরের ঈদের ছুটির আগে ও পরে দুই দিন করে চারদিন সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটি ব্যতিত একটি মাত্র কর্মদিবস থাকলেও তা ছুটি হিসেবে ধরলে টানা ৯ দিনের ছুটি হবে ঈদে। 

জানা যায়, চলতি রমজানে ২৯টি রোজা হলে আগামী ৫ জুন ঈদ হবে। আর ৩০টি রোজা হলে ঈদ হবে ৬ জুন।  ৫ জুন ঈদ হলে ছুটি থাকবে ৪, ৫ ও ৬ জুন অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতি। এরপর শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) দু’দিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২ জুন রবিবার লাইলাতুল কদরের ছুটি। কদরের ছুটির আগে ৩১ মে ও ১ জুন (শুক্র ও শনিবার) দু’দিন সাপ্তাহিক ছুটি। ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনের মধ্যে শুধু ৩ জুন সোমবার অফিস খোলা। অন্যদিকে ৬ জুন ঈদ হলে ছুটি হবে ৪, ৫, ৬ ও ৭ জুন। ৩ জুন অফিস না করলে ৯ দিন ছুটি কাটানো যাবে।

এদিকে, ৩ জুন সরকারি ছুটি ঘোষণা করার জন্য এরই মধ্যে দৌঁড়ঝাপ শুরু করেছেন সরকারি চাকুরিজীবীরা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত