বাংলাদেশিদের ‘অন-অ্যারাইভাল’ ভিসা দেবে চীন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:১২

জাগরণীয়া ডেস্ক

চীনে ভ্রমন সহজ করতে বাংলাদেশি নাগরিকেদের অন-অ্যারাইভাল ভিসা চালু করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে চীনা জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি।

২৬ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেন চীনা জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 

দুই মন্ত্রীর নেতৃত্বে প্রায় দু’ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে চারটি বিষয় নিয়ে আলোচনা করেছি ও তিনটি চুক্তি স্বাক্ষর করেছি। আমরা তাদের ভিসা সহজ করতে বলেছি। জবাবে তারা অন-অ্যারাইভাল ভিসা চালুর প্রস্তাব দিয়েছে। তারা সমস্যা বুঝতে পেরেছে।

বৈঠকে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এগুলো হলো- আইন শৃঙ্খলা-বাহিনীর প্রশিক্ষণ সহযোগিতা চুক্তি, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সহযোগিতা চুক্তি ও পুলিশ বিভাগের জন্য অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ চুক্তি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত