পর্যটকদের পদচারণায় মুখরিত কক্সবাজার

প্রকাশ : ২৬ মার্চ ২০১৮, ২৩:১২

জাগরণীয়া ডেস্ক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত কক্সবাজার। সাপ্তাহিক ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের ছুটি যোগ করে অনেকেই এসেছেন কক্সবাজারে।

এ প্রসঙ্গে কক্সবাজারের একজন হোটেল কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যুর কারণে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক আগমন ব্যাহত হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে আবারো আগের চেহারা ফিরে পেয়েছে কক্সবাজার। তাই পর্যটন ব্যবসায়ি হিসেবে তিনি দারুণ খুশি।

ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, ভ্রমনপিপাসুদের নিরাপত্তা রক্ষার্থে পুলিশ দারুণ সচেষ্ট। যেকোন ধরণের চুরি, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ ঠেকাতে সকল পর্যটন স্পটগুলিতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ রাখা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার জেলার প্রায় সাড়ে চারশ হোটেল, মোটেল, গেস্ট হাউজ ও কটেজ গুলিতে পর্যটকদের উপচে পড়া ভীড়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত