কানাডায় নিকট আত্মীয় থাকলে ফ্যামিলি ইমিগ্রেশনের সুযোগ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৭, ১৫:৪৬
জাগরণীয়া ডেস্ক
ফ্যামিলি Sponsorship এর আওতায় কানাডায় Family Immigration পাওয়া সবচেয়ে সহজ ও দ্রুত। তবে এজন্য উত্তর আমেরিকার উন্নত দেশটিতে নিকট আত্মীয় থাকতে হবে।
নিকট আত্মীয়ের স্পন্সরশিপেই খুলবে কানাডায় অভিবাসী হওয়ার দরজা। যাদের নিকট আত্মীয় নেই তারা এই সুযোগ পাবেন না।
0Shares