আরও সহজ হলো ভারতীয় ভিসা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৭, ১৫:৪৮
ভারতের ভিসা প্রক্রিয়া আর সহজ করা হয়েছে বাংলাদেশিদের জন্য। ভিসা ফি নেওয়ার সুবিধার পর পরই আরও একটি সুবিধা চালু করেছে ভারতীয় হাই কমিশন। আগামী ১০ অক্টোবরের (মঙ্গলবার) পর থেকে ভিসা আবেদনকারীরা কোন আগাম এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি তাদের ভিসা আবেদন জমা দিতে পারবেন।
৫ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। ভ্রমণ ভিসা আবেদনকারীদের ভারতে ভ্রমণের নিশ্চিত টিকিট জমা দেওয়ার প্রয়োজন নেই।
ভ্রমণ ছাড়া সরাসরি স্কিমের অন্য ভিসা ক্যাটাগরি যেমন- মেডিকেল ভিসা, ব্যবসা, সম্মেলন ও অন্য ভিসা আবেদন আগের মতোই সরাসরি জমা দেওয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে ভ্রমণ ভিসা আবেদনপত্র জমার বিষয়টি আগের মতোই বলবৎ থাকবে।