সুইস পেপার স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা ২০১৭

অপ্রতিরোধ্য জয় দিয়ে সেমিফাইনালে প্রিতি

প্রকাশ : ১১ মে ২০১৭, ০০:৫৫

জাগরণীয়া ডেস্ক

সুইস পেপার স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা ২০১৭-তে বরাবরের মতোই অপ্রতিরোধ্য হয়ে ওঠেছেন আফরানা ইসলাম প্রিতি।

১০ মে (বুধবার) ৬-২, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের রাজনিতা চৌধুরীকে পেছনে ফেলে সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

প্রিতি জানান, শিরোপা অর্জনই তার চূড়ান্ত এবং একমাত্র উদ্দেশ্য।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষে সুইস কোয়ালিটি পেপার বাংলাদেশ লি: এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে ৮ মে শুরু হওয়া প্রতিযোগিতা শেষ হবে ১৩ মে।

অন্যন্য খেলার ফলাফল
পুরুষ এককে জাতীয় টেনিস কমপ্লেক্সের দেলোয়ার হোসেন ৬-২, ৬-৪ গেমে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের রুম্মনকে, তৃতীয় সিড আমেরিকান ক্লাবের মিলন হোসেন ৬-২, ৬-১ গেমে নরসিংদী টেনিস ক্লাবের দেলোয়ার হোসেনকে, চতুর্থ সিড রুবেল হোসেন ৭-৬, ৪-৬, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের হানিফ মুন্নাকে, পঞ্চম সিড ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় ৬-২, ৬-৩ গেমে মানিকগঞ্জ টেনিস ক্লাবের মো: সেলিমকে, সপ্তম সিড আমেরিকান ক্লাবের আরিফ হোসেন ৬-১, ৬-৪ গেমে অফিসার্স ক্লাবের মো: রানাকে, অস্টম সিড নরসিংদী টেনিস ক্লাবের আখতার হোসেন ৬-১, ৬-১ গেমে একই ক্লাবের ওমর ফারু সানিকে পরাজিত কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। 

মহিলা এককে বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ৬-২, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের রাজনিতা চৌধুরীকে, জেরিন সুলতানা জলি ৬-২, ৬-০ গেমেবিকেএসপির রিনভি আখতারকে, বিকেএসপির পপি আক্তার ৬-০, ৬-২ গেমে একই ক্লাবের ইতি আক্তারকে এবং বিকেএসপির ঈশিতা আফরোজ ৬-১, ৬-১ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আয়েশা সুলতানাকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত